নারায়ণগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘হেফাজতে’ এক ব্যক্তির মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২৪, ২১:৩৫
শেয়ার :
নারায়ণগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘হেফাজতে’ এক ব্যক্তির মৃত্যু

নারায়ণগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) হেফাজতে সৈয়দুল করিম (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত করিম কক্সবাজার জেলার মৃত নুরুল করিমের ছেলে। আজ রবিবার সকালে এ ঘটনা ঘটে। 

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের স্বাস্থ্য কর্মকর্তা অপু কুমার সাহা জানান, রবিবার সকাল ৮টার দিকে সৈয়দুল করিমকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ের পরিদর্শক জয়নাল আবেদীন। আমরা সৈয়দুল করিমকে পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পাই তিনি হাসপাতালে আসার আগেই মারা গেছেন। 

এদিকে এ বিষয়ে জানতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জ সহকারী পরিচালক মোহাম্মদ রিফাত হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমাদের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। যখন লোকটিকে চ্যালেঞ্জ করা হয় তখন তিনি অসুস্থ হয়ে পড়েন। আমরা তাকে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে তাকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে রেফার করা হয়। পথেই মৃত্যু হয় লোকটির।’

এ বিষয়ে খানপুর ৩০০ শয্যা হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট ডা.আবুল বাশার জানান, বিষয়টি আমরা নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে জানিয়েছি। বাকি ব্যাবস্থা উনি করবেন।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হক জানান, ‘আমরা জেলা প্রশাসনের একজন মেজিষ্ট্রটকে ঘটনাস্থলে পাঠিয়েছি। সে লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পাঠাবে। সুরতহালে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কি না জানতে চাইলে তিনি জানান, এখনো সুরতহালের প্রতিবেদন হাতে আসেনি।’ 

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ঘটনা শোনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী কাজ করা হবে।

এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিকেল পৌনে ৫টায়ও সৈয়দুলের মরদেহ নারায়ণগঞ্জ খানপুর তিন’শ শয্যা হাসপাতালেই ছিল। ওই সময় পর্যন্তও জেলা প্রশাসনের কোনো ম্যাজিষ্ট্রেটকে ঘনাস্থলে দেখা যায়নি।