পররাষ্ট্রসচিবের দায়িত্ব নিলেন জসীম উদ্দিন
নতুন পররাষ্ট্রসচিব হিসেব দায়িত্ব গ্রহণ করেছেন পেশাদার কূটনীতিক মো. জসীম উদ্দিন। আজ রোববার তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।
পররাষ্ট্রসচিবের দায়িত্ব গ্রহণের আগে মো. জসীম উদ্দিন চীনে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি গ্রিস ও কাতারে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
বিসিএস ১৩ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের এই কর্মকর্তা ১৯৯৪ সালে সরকারি চাকরিতে যোগ দেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ এশিয়া অনুবিভাগে মহাপরিচালক, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে উপমিশনপ্রধান, পাকিস্তানের ইসলামাবাদে উপহাইকমিশনার, টোকিও ও দিল্লিতে বাংলাদেশ মিশনে কাউন্সেলরের দায়িত্বও পালন করেন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?