পীরগাছায় সোমবার হরতালের ডাক
রংপুরের পীরগাছা উপজেলায় আগামীকাল সোমবার আধাবেলা হরতালের ডাক দেওয়া হয়েছে। ব্যবসায়ী সমিতির আহ্বানে সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত হরতালের ডাক দেন উপজেলার দোকান ব্যবসায়ীরা।
আজ রবিবার বিকেলে পীরগাছায় মাইকিং করে হরতালের ডাক দেন ব্যবসায়ীরা। হরতালে সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।
জানা গেছে, উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম রাঙ্গার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে এ হরতাল ডাকা হয়েছে। রাঙ্গা পীরগাছা দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি।
আমিনুল ইসলাম রাঙ্গা সংবাদমাধ্যমকে বলেন, ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন মামলা। উপজেলা বিএনপিকে ছোট করার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। এর প্রতিবাদ ও প্রত্যাহারের দাবিতে হাজার হাজার জনগণ প্রতিবাদ জানান।’