হঠাৎ কেন রাশিয়া সফরে যাচ্ছেন অজিত দোভাল

আন্তর্জাতিক ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৫৯
শেয়ার :
হঠাৎ কেন রাশিয়া সফরে যাচ্ছেন অজিত দোভাল

চলতি সপ্তাহে রাশিয়া যাচ্ছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাত নিরসনে আলোচনা এগিয়ে নিতে তার এই সফর বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

এক সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, মোদি ও পুতিনের ফোনালাপের সময়ই সিদ্ধান্ত হয়েছে শান্তি আলোচনার জন্য অজিত দোভাল মস্কো সফরে যাবেন। তবে ঠিক কবে যাচ্ছেন- এনিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। 

সম্প্রতি রাশিয়া ও ইউক্রেন সফরে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেছেন। এরপর গত ২৭ আগস্ট পুতিনের সঙ্গে ফোনালাপ হয়েছে মোদির। সেসময়ই দোভালের রাশিয়া সফর নিয়ে কথা হয়েছে বলে জানা গেছে। 

২০২২ সালের ২৫ ফেব্রুয়ারি ইউক্রেনে স্থল অভিযান শুরু করে রাশিয়া। দীর্ঘ এই সময়ে দুই পক্ষের প্রচুর সেনা হতাহতের শিকার হয়েছেন। মারা গেছেন অনেক বেসামরিকও। এখনো পর্যন্ত যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। অনেকদিন সুবিধাজনক অবস্থানে ছিল রাশিয়া। তবে সম্প্রতি রুশ ভূখণ্ডে ইউক্রেনীয় সেনা ঢুকে রাশিয়াকে চাপে ফেলেছে।