পিটিআই মিছিলের আগে মিলল বিস্ফোরক, ইসলামাবাদে কড়া নিরাপত্তা
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের কর্মসূচিকে কেন্দ্র করে দেশটির রাজধানী ইসলামবাদে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশটির সংবাদমাদ্যম জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, প্রায় লকডাউন অবস্থা ইসলামাদের।
আজ রবিবার রাজধানীতে রেডঅ্যালার্ট জারি করেছে প্রশাসন। তারা পুলিশ সদস্যদের নিজেদের এলাকায় পূর্ণ প্রস্তুতি রাখতে বলেছেন এবং কর্তব্যরত অবস্থায় মোবাইল ফোন ব্যবহার না করার নির্দেশ দিয়েছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
অন্যদিকে পিটিআইয়ের মিছিলের এলাকা সংজানি থেকে সন্দেহজনক একটি ব্যাগ উদ্ধার করেছে পুলিশ। তাদের দাবি, সেখানে একটি হ্যান্ড গ্রেনেড, ইলেট্রিক তার ও বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
পুলিশ জানিয়েছে, সেখানে বোম ডিসপোজাল ইউনিট রয়েছে এবং তদন্ত চলছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস