একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন গৃহবধূ
বগুড়ার শেরপুরে একসঙ্গে তিন কন্যা সন্তান জন্ম দিলেন লাবনী নামের এক গৃহবধূ। লাবনী আক্তার পৌরশহরের গোসাইপাড়া এলাকার সাকিল খানের স্ত্রী। গত বুধবার দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিন শিশুর জন্ম হয়।
তিন নবজাতকের নাম রাখা হয়েছে- হোমায়রা, লাবীবা ও আফিফা। মাসহ তিন শিশু সুস্থ রয়েছে। এতে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে পরিবারে।
একসঙ্গে তিন কন্যাসন্তান হওয়ায় শাকিল-লাবনীর পরিবার ও আত্মীয়স্বজন আনন্দিত। শিশু তিনটিকে দেখতে প্রতিদিন ভিড় করছেন স্থানীয়রা।
২০২২ সালের মে মাসে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন শাকিল ও লাবনী। এ দম্পতির ঘরে প্রথম তিন কন্যাসন্তান হোমায়রা, লাবীবা ও আফিফা।
তিন কন্যা সন্তানের বাবা শাকিল খান জানান, ‘আমি বরাবরই আল্লাহর কাছে কন্যা সন্তান চেয়েছিলাম। মহান আল্লাহ যে আমাকে এক সঙ্গে তিনটি কন্যা দান করবেন, আমি তা কল্পনাও করতে পারিনি। মহান আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। আল্লাহ যেন আমার সন্তানদের সুস্থ রাখেন, সবাই এই দোয়া করবেন।’