ডিএসসিসির ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আশিকুর রহমানকে অব্যাহতি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আশিকুর রহমানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ শনিবার এক প্রজ্ঞাপনে তাকে অব্যাহতি দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, তার সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে অভিযোগের দায় থেকে তাকে অব্যাহতি দেওয়া হলো।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এর আগে গত ১৪ আগস্ট ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারীরা অদক্ষতা ও দুর্নীতির অভিযোগে আশিকুর রহমানের বিরুদ্ধে আন্দোলন করেন। ওই দিন তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে তিনি দাবি করেন, আদালত তার বরখাস্তাদেশ স্থগিত করেছেন। তবে ডিএসসিসি বলছে, তারা কোনো নির্দেশনা পায়নি।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
আশিকুর রহমানের বিরুদ্ধে মেয়র হানিফ ফ্লাইওভার নির্মাণ প্রকল্প, সিটি সেন্টার নির্মাণ প্রকল্পে অনিয়ম, করপোরেশনে নিয়োগ বাণিজ্যসহ নানা অভিযোগ রয়েছে। সানমুন টাওয়ার নির্মাণ প্রকল্পের দুর্নীতি তার জড়িত থাকার অভিযোগ রয়েছে।