ফরহাদ মজহারকে নিয়ে যা বললেন গোলাম মাওলা রনি
কবি ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহারকে ‘সহসী’ মানুষ হিসেবে উল্লেখ করেছেন সাবেক সংসদ সদস্য (এমপি) গোলাম মাওলা রনি।
আজ শনিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে এ কথা জানান রাজনীতিতে আলোচিত গোলাম মাওলা রনি।
গোলাম মাওলা রনি লেখেন, ‘কবি ফরহাদ মাজহারের কথা যতই শুনছি ততই অবাক হচ্ছি ! দলদাস, বিবেক বুদ্ধি বন্ধক রাখা এবং বুদ্ধির বেসাতি করা অসংখ্য মানুষের ভিড়ে একজন সাহসী ফরহাদ মাজহার যে এখনো বাংলাদেশে আছেন তা ভেবে বাংলাদেশের মাটি মানুষকে নিয়ে আশাবাদী হয়ে উঠি!’
সাবেক এমপি আরও লেখেন, ‘আমি তাঁর অনেক মতের সঙ্গে একমত নই। অনেক মতের বিরোধিতা করি। কিন্তু তার চিন্তার ভিন্নতা, সাহস এবং কথা বলার শক্তিকে সম্মান করি! তাঁকে যারা দলদাস ভেবেছিলেন এবং এবং তাঁর বুদ্ধিকে ক্রয় করা যায় বলে ভেবেছিলেন তিনি তাদের সবার মুখে চুনকালি মেখে যেভাবে গর্জে উঠেছেন তাতে অনেকের লুঙ্গি খুলে যাবার আশংকা তৈরি হয়েছে!’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার