হঠাৎ অক্ষয়ের বুকে নারীর হাত!

বিনোদন ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৯:১৭
শেয়ার :
হঠাৎ অক্ষয়ের বুকে নারীর হাত!

বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের বুকে হঠাৎ করে হাত দিয়েছেন এক নারী ভক্ত। এতে অস্বস্তিতে পড়েন পড়েন তিনি।  

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে গিয়েছিলেন অক্ষয়। স্বাভাবিকভাবেই তাকে ঘিরে ধরেন ভক্তরা। এরপর তার সঙ্গে ছবি তোলার জন্য ভিড় জমে যায়। তখনই এক নারী অক্ষয়ের খুব কাছে চলে আসেন এবং তার স্পর্শ করতে থাকেন। এতে অস্বস্তিতে পড়েন অক্ষয়।

ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যায়, একটি শিশুকে কোলে নিয়ে অনুষ্ঠানে হাজির হন ওই নারী। তিনি বারবার অক্ষয়ের বুকে স্পর্শ করছিলেন। এতে অক্ষয় অস্বস্তিতে পড়েন বলে ভিডিওতে দেখা যায়।  

কয়েক দিন আগে মুক্তি পেয়েছে অক্ষয় অভিনীত ‘খেল খেল মে’ ছবি। যদিও ছবিটি বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। এই ছবির আগেও অক্ষয়ের বেশ কয়েকটি ছবি মুক্তি পেয়েছে। এর মধ্যে রয়েছে, ‘সরফিরা’, ‘মিশন রানিগঞ্জ’, ‘সেলফি’, ‘রাম সেতু’, ‘রক্ষা বন্ধন’, ‘সম্রাট পৃথ্বীরাজ’। প্রতিটি ছবিই বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি।