এমিলির কণ্ঠে ফিরল চেস্টারের ‘লিংকিন পার্ক’

বিনোদন ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৯
শেয়ার :
এমিলির কণ্ঠে ফিরল চেস্টারের ‘লিংকিন পার্ক’

অল্টারনেটিভ রক ও মেটাল ব্যান্ড ‘লিংকিন পার্ক’। ২০০০ সালে প্রথম স্টুডিও অ্যালবাম ‘হাইব্রিড থিওরি’ দিয়েই অসামান্য জনপ্রিয়তা পায় এই ব্যান্ড। কিন্তু ব্যান্ডের ভোকাল চেস্টার বেনিংটনের মৃত্যুতে ২০১৭ সালে ব্যান্ডটির পথচলা যেন আকস্মিকভাবে থেমে যায় ।

সেই স্থবিরতা কাটিয়ে শ্রোতাদের মাঝে আবার ফিরে এলো এই ব্যান্ড। নতুন ভোকাল হিসেবে দলটিতে যোগ দিয়েছেন এমিলি আর্মস্ট্রং। এই নারী ভোকাল এর আগে ‘ডেড সারা’ ব্যান্ডে ছিলেন। এছাড়া ড্রামার হিসেবে যোগ দিচ্ছেন কলিন ব্রিটেন।

জানা গেছে, আগামী ১৫ নভেম্বর পুরো দল নিয়ে মঞ্চে উঠবে লিংকিন পার্ক। লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক, হ্যামবার্গ, লন্ডন, সিওল ও বোগোতায় ছয়টি কনসার্ট করবেন প্রয়াত চেস্টারের ব্যান্ড মেম্বাররা।

তবে এর আগেই নতুন ভোকালে একটি গান প্রকাশ করেছে ‘লিংকিন পার্ক’। ‘দি এম্পটিনেস মেশিন’ শিরোনামের গানটি ইন্টারনেট দুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে।

এটি তাদের নতুন অ্যালবাম ‘ফ্রম জিরো’র প্রথম গান। বর্তমানে ব্যান্ডটির লাইনআপে আছেন মাইক শিনোদা, ব্র্যাড ডেলসন, জো হ্যান, ডেভ ফ্যারেল, এমিলি আর্মস্ট্রং ও কলিন ব্রিটেন।

উল্লেখ্য, লাইভ কনসার্ট থেকে রেকর্ডকৃত গান কিংবা গ্র্যামি, আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসের মতো পুরস্কার, সবখানেই এক সময় দাপট দেখিয়েছে  চেস্টার বেনিংটনের ব্যান্ড লিংকিন পার্ক ।