দুই কলেজের মেধাতালিকায় সানি লিওন!
সানি লিওন। ছবি: সংগৃহীত
বলিউড অভিনেত্রী সানি লিওন রাজ্যের দুই কলেজের মেধাতালিকায় স্থান করে নিয়েছেন। এ নিয়ে তদন্তে নেমেছে কলকাতা পুলিশ। যদিও নেটিজেনরা সানি লিওনকে কলকাতায় স্বাগত জানিয়েছেন।
আশুতোষ কলেজ থেকে ইংলিশে স্নাতক হতে চান সানি লিওন। সেই কলেজের ইংরেজি বিভাগের মেধাতালিকায় চোখ বুলালে আপনিও বিস্মিত হবেন। কারণ কলেজে ভর্তির সেই মেধাতালিকায় সানি লিওনের নাম। তবে শুধু আশুতোষ কলেজ নয়, বজবজের একটি কলেজের মেধাতালিকাতেও সানি লিওনেরই নাম রয়েছে।
লস অ্যাঞ্জেলেসে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সানি লিওনের রসিকতাকরে একটি টুইট করে লেখেন, তাহলে তোমরা কি আমার সেমিস্টারে?
এভাবে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতা কর হলেও নিশানা হলেও কিছু শিক্ষার্থীরা সত্যতা যাচাই করে লালবাজারের দ্বারস্থ হয়েছেন। এর প্রকৃত ব্যাপার খতিয়ে দেখতে লালবাজারের সাইবার সেলকে অনুরোধ করেছেন অভিযোগকারীরা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সানির এ খবর দেখে তদন্তে নেমেছে কলকাতা পুলিশ।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এদিকে কলেজ কর্তৃপক্ষের দাবি, কেউ রসিকতা করতেই তথ্য বিকৃত করে এ ঘটনা ঘটিয়েছে। এমনকি ভারতের অনলাইন ভর্তি প্রক্রিয়ার দুর্বল দিকটাও প্রকাশ হয়ে পড়েছে এ ঘটনার মাধ্যমে।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’