ট্রাফিক সচেতনতা বাড়াতে স্বপ্নজয় বাংলাদেশ-পুলিশের যৌথ উদ্যোগ
দেশের ট্রাফিক ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে স্বপ্নজয় বাংলাদেশ বাংলাদেশ পুলিশের ট্রাফিক ডিভিশনের সঙ্গে মিলে দেশের শিক্ষার্থীদের এবং সাধারণ নাগরিকদের ট্রাফিক সচেতনতা বৃদ্ধি করতে নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে। ‘বেটার ট্রাফিক, বেটার কান্ট্রি’ এই স্লোগানকে ধারণ করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ভিজিট, সচেতনতামূলক পাঠদান এবং ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক সংক্রান্ত বিভিন্ন নিয়মাবলী সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।
প্রথম ধাপে, বিভিন্ন স্কুল এবং কলেজে যানবাহন ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এতে শিক্ষার্থীদের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কিত সচেতনতা বাড়ানো এবং সড়ক নিরাপত্তা সম্পর্কে কার্যকর শিক্ষা প্রদান করা হচ্ছে।
এছাড়া, রাস্তায় ট্রাফিক নির্দেশনামূলক প্ল্যাকার্ড প্রদর্শন করে পথচারী ও যানবাহন চালকদের ট্রাফিক আইন মেনে চলার জন্য উদ্ভুদ্ধ করা হচ্ছে। এই প্রচারণার মাধ্যমে সড়ক দুর্ঘটনা কমানো এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
স্বপ্নজয় বাংলাদেশের একজন স্বেচ্ছাসেবক বলেন, ‘আমরা বিশ্বাস করি, সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষা দিয়েই ট্রাফিক আইন মেনে চলা সম্ভব। আমাদের এই উদ্যোগের মাধ্যমে আমরা একটি নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে পারব।’
বাংলাদেশ পুলিশের ট্রাফিক ডিভিশনের একজন কর্মকর্তা বলেন, ‘সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির গুরুত্ব অপরিসীম। আমাদের যৌথ উদ্যোগের মাধ্যমে আমরা জনগণকে সড়ক নিরাপত্তার গুরুত্ব বোঝাতে সক্ষম হব।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
এই উদ্যোগের ফলে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বাড়বে এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।