কেনিয়ায় স্কুলে আগুন, ১৭ শিশু নিহত
কেনিয়ার একটি স্কুলের ছাত্রাবাসে আগুন লেগে অন্তত ১৭ শিশু প্রাণ হারিয়েছে। আজ শুক্রবার এই কথা জানিয়েছে দেশটির পুলিশ।
রাজধানী নাইরোবি থেকে ১৭০ কিলোমিটার উত্তরে নেয়েরি কাউন্টির হিলসাইড এনদারাসা অ্যাকাডেমিতে মাঝরাতে আগুন লাগার সময় শিশুরা ঘুমিয়ে ছিল।
ঐ প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৮০০ শিক্ষার্থী আছে। তাদের বয়স পাঁচ থেকে ১২-র মধ্যে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
পুলিশের মুখপাত্র রেসিলা ওনায়াঙ্গো এএফপিকে জানান, উদ্ধার করা মরদেহগুলো এমনভাবে পুড়ে গেছে যে সেগুলো কার তা জানা সম্ভব হয়নি। আহতদের মধ্যে ১৬ জনের অবস্থা মারাত্মক বলেও জানান তিনি। ‘‘ঘটনাস্থলে পুরোপুরি তদন্ত শেষে আরও মরদেহ পাওয়া যেতে পারে,'' বলে আশঙ্কা তার।
আগুন লাগার কারণ এখনও জানা যায়নি বলে জানান পুলিশের ঐ মুখপাত্র। তবে তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস