স্বৈরাচার পতনের একমাস পূর্তিতে চলছে ‘শহিদি মার্চ’

অনলাইন ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৭:০৫
শেয়ার :
স্বৈরাচার পতনের একমাস পূর্তিতে চলছে ‘শহিদি মার্চ’

‘শহিদি মার্চ’ শুরুর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন শিক্ষার্থীরা। ছবি: ফোকাস বাংলা

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের এক মাস পূর্তিতে শহিদদের স্মরণে ‘শহিদি মার্চ’ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত এ কর্মসূচি শুরু হয়।

মার্চটি নীলক্ষেত-সায়েন্সল্যাব-কলাবাগান-সংসদ ভবন-ফার্মগেট- কারওয়ান বাজার-শাহবাগ-রাজু ভাস্কর্য হয়ে কেন্দ্রী শহীদ মিনারে সমাবেশের মাধ্যমে সমাপ্ত হওয়ার কথা রয়েছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, কারিগরি, মাদরাসা ও স্কুলের শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেছেন।

এ সময় শিক্ষার্থীরা ‘সফল হোক সফল হোক, শহিদি মার্চ সফল হোক’, ‘শহিদদের কারণে, ভয় করি না মরণে’, আবু সাঈদ/শহিদের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘আজকের এই দিনে আবু সাঈদদের মনে পড়ে’, ‘আজকের এই দিনে, শহীদদের মনে পড়ে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

মার্চ শুরু হওয়ার আগে বিভিন্ন স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দলবেঁধে রাজু ভাস্কর্যের সামনে এসে জড়ো হন। পরে সেখান থেকে বিশাল মিছিল নিয়ে শহীদি মার্চ শুরু হয়।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর দেশে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছেন।