‘হঠাৎ বৃষ্টি’ থেকে ‘হঠাৎ ভালোবাসা’
বর্তমান সময়ে আমাদের প্রেম কিংবা প্রণয় হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে! নব্বইয়ের দশকের প্রেম আর এই যুগের প্রেম অনেকটাই পাল্টেছে। নির্মাতা ইমরাউল রাফাত সেই আগের প্রেমকে আধুনিক সময়ে তুলে ধরেছেন ‘হঠাৎ ভালোবাসা’ নাটকের মধ্যদিয়ে।
এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সময়ের ব্যস্ততম দুই অভিনয় শিল্পী ফারহান আহমেদ জোভান এবং তানজিম সাইয়ারা তটিনী। আরও আছেন মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, শাহবাজ সানীসহ অনেকে।
ইমরাউল রাফাত জানান, সফট রোমান্টিক ধাঁচের নাটক এটি। তার কথায়, ‘অনেক গল্পে কাজ করা হয়। কিন্তু এই গল্পটি আমার একটু বেশি প্রিয়। একটি থাই মুভি ও “হঠাৎ বৃষ্টি” থেকে কিছুটা অনুপ্রাণিত হয়ে “হঠাৎ ভালোবাসা” নির্মাণ করেছি। যারা কাজটি দেখবেন তারা অন্যরকম ফিল পাবেন।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
নির্মাতা আরও বলেন, ‘শুটিং করেছিলাম কয়েকমাস আগে। জুলাইতে মুক্তির কথা থাকলেও দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে এর মুক্তি পেছানো হয়। এখন ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হচ্ছে। এ কারণে নাটকটি মুক্তি দেওয়া হচ্ছে। আশা করি, নাটকটি দর্শকদের ভালো লাগবে।’
এমডি কামরুজ্জামানের প্রযোজনায় আজ বৃহস্পতিবার কেএস এন্টারটেনমেন্টের ইউটিউবে মুক্তি পাবে ‘হঠাৎ ভালোবাসা’।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট