বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে নারী

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২৪, ২১:৪০
শেয়ার :
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে নারী

ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের রায়পাশা গ্রামে বিয়ের দাবিতে প্রেমিক মিলন মিয়ার বাড়িতে অবস্থান করছে এক তরুণী। গত সোমবার থেকে ওই নারী মিলন মিয়ার বাড়িতে অবস্থান নেন।

মিলন রায়পাশা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে পলাতক রয়েছেন বলে জানা গেছে।

ওই তরুণী জানান, দুই বছর আগে মোবাইল ফোনের মাধ্যমে মিলন মিয়ার সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে মিলন।

জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রুহুল আমিন জানান, প্রেমের ঘটনার সত্যতা রয়েছে। তবে ছেলে পলাতক থাকায় সমাধান করা যাচ্ছে না।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বলেন, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।