মডেল মসজিদ নির্মাণে অনিয়ম খুঁজতে তদন্ত কমিটি করা হবে: ধর্ম উপদেষ্টা

নোয়াখালী প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২৪, ২১:৪০
শেয়ার :
মডেল মসজিদ নির্মাণে অনিয়ম খুঁজতে তদন্ত কমিটি করা হবে: ধর্ম উপদেষ্টা

সারাদেশে মডেল মসজিদ নির্মাণে যে অনিয়ম হয়েছে তা খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। আজ বুধবার বিকেলে বন্যাকবলিত এলাকা পরিদর্শন শেষে নোয়াখালী উচ্চ-বিদ্যালয়ে দুর্গতদের মাঝে ত্রান বিতরণকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘সারাদেশে মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। কোথাও কোথাও মসজিদ উদ্বোধনের আগেই মসজিদের দেয়ালে ফাটল ধরেছে। অনেক জায়গায় নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে যারাই অনিয়ম করেছে তাদের আইনের আওতায় আনা হবে।’

ধর্ম উপদেষ্টা বলেন, ‘নোয়াখালী উচ্চ-বিদ্যালয়ে মাঠে বানবাসী মানুষদের মাঝে আমরা ত্রাণ বিতরণ করেছি। নোয়াখালীর বিভিন্ন জায়গায় যেখানে মানুষ আশ্রয়হীন, পানিবন্দি এই মানুষদের শুকনো খাবার, কাপড়-চোপড়, ফ্রি চিকিৎসা সামগ্রী সরবরাহ করেছি। বিভিন্ন এনজিওরা করছেন, বিভিন্ন দাতাগোষ্ঠী করছেন। জেলা প্রশাসন এসব কাজের সমন্বয় করছেন এবং ছাত্রসমাজ বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলেন তারাও এই ত্রাণ কার্যক্রমে সংযুক্ত আছেন।’