সিংড়ায় বিএনপি নেতাকে হাতুড়িপেটা
নাটোরের সিংড়ায় মো. আব্দুল হান্নান নামের এক বিএনপি নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম ও রক্তাক্ত করার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল বাজারে এ ঘটনা ঘটে।
আহত আব্দুল হান্নান সুকাশ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব। আব্দুল কুদ্দুস উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি ও সুকাশ ইউনিয়নে বিএনপি মনোনিত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রার্থী ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বোয়ালিয়া বাজারে গণসংযোগে যান সুকাশ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব প্রভাষক আব্দুল হান্নান। পরে নিজেকে ওই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করে মোটরসাইকেল যোগে নিজ এলাকায় ফেরার পথে বামিহাল বাজারে পতিপক্ষ আব্দুল কুদ্দুসের সঙ্গে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে তার ওপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষ বিএনপি নেতা আব্দুল কুদ্দুস পক্ষের লোকজন। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি শান্ত হয়।
রাত সাড়ে ৯টায় গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে আব্দুল হান্নানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
অভিযুক্ত বিএনপি নেতা আব্দুল কুদ্দুস মুঠোফোনে বলেন, ‘আমাকে জানে মেরে ফেলার পরিকল্পনায় বামিহাল বাজারে এসে জড়ো হয়েছিল প্রতিপক্ষ আব্দুল হান্নান ও তার লোকজন। আমি নিজেও আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছি।’
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ‘স্থানীয় বিএনপির দু’পক্ষের মধ্যে এই ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি।’