ঢামেক থেকে সরানো হলো পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়াকে

নিজস্ব প্রতিবেদক
০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৯:১৭
শেয়ার :
ঢামেক থেকে সরানো হলো পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়াকে

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়াকে রাজারবাগ পুলিশ লাইনসে ফিরিয়ে নেওয়া হয়েছে। হাসপাতালের পুলিশ ক্যাম্পের নতুন পরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ফারুক।

গতকাল মঙ্গলবার দুপুরে হাসপাতালের পুলিশ ক্যাম্পে এসে যোগ দেন ফারুক। এর আগে তিনি মিরপুর পুলিশ লাইনসে কর্মরত ছিলেন।

জানা গেছে, এই ক্যাম্পে দীর্ঘ ৮ বছর দায়িত্বে থাকা পরিদর্শক বাচ্চু মিয়াকে নিয়ম অনুযায়ী রাজারবাগ পুলিশ লাইনসে ফিরিয়ে নেওয়া হয়েছে। তিনি ২০১৩ সালে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পে কয়েক মাস দায়িত্ব পালন করে মিশনে চলে যান। এরপর ২০১৬ সালে আবার এই ক্যাম্পের দায়িত্ব নেন। তখন থেকেই টানা ৮ বছর দায়িত্ব পালন করেন।

আগামী অক্টোবরের মাঝামাঝিতে অবসরে যাচ্ছেন বাচ্চু মিয়া। এ ছাড়া হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদের বদলির সিদ্ধান্ত হয়েছে।