শিল্পীদের গোপন গ্রুপের ১৭০ স্ক্রিনশট প্রকাশ্যে
ফেরদৌস (বাঁ থেকে), রিয়া, আজিজুল হাকিম, সোহানা সাবা, জ্যোতিকা জ্যোতি, তারিন ও অরুণা বিশ্বাস
সম্প্রতি আলোচনায় শিল্পীদের গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপ। নাম ‘আলো আসবেই’। আর গ্রুপটি খোলা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে দমাতে। এই গ্রুপের সদস্যরা নজর রাখত ছাত্র-জনতার আন্দোলনের ওপর। শুধু তাই নয়, সেখানে তারা আলোচনা করত কোথায়, কী করবে?
এই গ্রুপের অ্যাডমিন ছিলেন সাবেক সংসদ সদস্য ও অভিনেতা ফেরদৌস, নায়ক রিয়াজ, অভিনেতা সাজু খাদেম ও অভিনেত্রী শামীমা তুষ্টি। আর এতে যুক্ত ছিলেন শোবিজে অনেক তারকা। এই তালিকায় আছেন- সংসদ সদস্য ও অভিনেতা ফেরদৌস, নায়ক রিয়াজ, জায়েদ খান, সাইমন সাদিক, অভিনেত্রী অভিনেত্রী সুজাতা, অরুণা বিশ্বাস, নিপুণ, শমী কায়সার, আজিজুল হাকিম, রোকেয়া প্রাচী, সুইটি, হৃদি হক, আশনা হাবিব ভাবনা, জ্যোতিকা জ্যোতি, সাজু খাদেম, সোহানা সাবা, চন্দন রেজা, সংগীতশিল্পী শুভ্র দেব, নির্মাতা মুশফিকুর রহমান গুলজার, এস এ হক অলিক, খোরশেদ আলম খসরুসহ অনেকে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
শিল্পীদের গোপন এই গ্রুপের ১৭০টি স্ক্রিনশট এসেছে দৈনিক আমাদের সময় অনলাইন’র কাছে। স্কিনশর্ট দেখতে নিচের লিংকে ক্লিক করুন।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট