যে কারণে ত্রাণের ১০ লাখ টাকা ফিরিয়ে দিল বিএনপি
ত্রাণ তহবিলে আর এ কে সিরামিক ১০ লাখ জমা দিতে গেলে তা ফিরিয়ে দিয়েছে বিএনপি।
গতকাল মঙ্গলবার দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আর এ কে সিরামিক বিএনপির কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ তহবিলে ১০ লাখ টাকা দিতে এসেছিল। কিন্তু বিএনপির ত্রাণ সংগ্রহ কমিটি তা গ্রহণ করেনি।
উল্লেখ্য, আরএকে সিরামিকসের ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত আছেন রাজনীতিক সৈয়দ এ কে একরামুজ্জামান। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করায় বিএনপি থেকে বহিষ্কৃত হন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?