চীনা দূতাবাসের উদ্যোগে ফেনীতে সাড়ে ১২ হাজার মানুষকে ত্রাণ বিতরণ

ফেনী প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৩৭
শেয়ার :
চীনা দূতাবাসের উদ্যোগে ফেনীতে সাড়ে ১২ হাজার মানুষকে ত্রাণ বিতরণ

চায়না দূতাবাসের উদ্যোগে ফেনীর বন্যাদুর্গত সাড়ে ১২ হাজার মানুষের মধ্যে রান্না করা খাবার ও মাসিক ফুড প্যাক বিতরণ করা হয়েছে।

জেলার সোনাগাজী, ফুলগাজী, পরশুরাম, দাগনভূঞা, ছাগলনাইয়া এবং ফেনী সদর থানার মানুষরা এ সহায়তা পেয়েছেন। 

এরই অংশ হিসেবে ঢাকাস্থ চায়না দূতাবাস এবং এসোসিয়েশন অব বাংলাদেশ চায়না অ্যালামনাইয়ের (এবকা) উদ্যোগে মঙ্গলবার ফেনীর জেলা প্রশাসক শাহিনা আক্তারের কাছে ১০০ পরিবারের জন্য খাবার হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও ফেনীর ছাগলনাইয়া উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩০ পরিবারের ১১৫০ জন মানুষের জন্য মাসিক ফুড প্যাক বিতরণ করা হয়। অনুষ্ঠানে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। 

এদিকে উপজেলার পাঠাননগর এলাকার বাথানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাসিক ফুড প্যাক বিতরণকালে উপস্থিত ছিলেন এবকার সাধারণ সম্পাদক অধ্যাপক সাহাবুল হক, চায়না দূতাবাসের কালচারাল অ্যাটাসে সান কাং নিং ও অন্যান্য অ্যালামনাই সদস্যরা।

গত ২৫ আগস্ট থেকে চায়না দূতাবাস এবং এবকার উদ্যোগে ফেনীর বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ হাজার মানুষের মধ্যে রান্নাকরা খাবার সরবরাহ করা হচ্ছে