আত্মগোপনে থাকা আনসার সদস্যকে পুলিশে দিলেন ইউপি সদস্য
রাজধানীর সচিবালয়ে হামলার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত মিজানুর রহমান নামের এক আনসার সদস্য আটক হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১১টায় কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নুরুল ইসলাম গ্রামবাসীর সহায়তায় ওই আনসার সদস্যকে আটক করেন। পরে খবর পেয়ে কক্সবাজার পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল এসে তাকে নিয়ে যান।
আটক মিজানুর রহমান ঘটনার পর রামুর কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা নামক এলাকায় রাবার বাগানের পাশে পাহাড়ি এলাকায় আত্মগোপনে ছিলেন। তিনি কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের বাসিন্দা।
ইউপি সদস্য নুরুল ইসলাম জানান, গতকাল সোমবার রাতে আইনশৃঙ্খলা বাহিনী ওই গ্রামে গিয়ে মিজানুর রহমানকে আটকের চেষ্টা চালালে সে কৌশলে অন্যত্র পালিয়ে যান। পরে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন, রাবার বাগানের পাশে একটি বাড়িতে মিজানুর রহমান আত্মগোপনে রয়েছেন। বিষয়টি নিশ্চিত হয়ে তিনি গ্রামবাসীর সহায়তায় তাকে আটক করেন এবং ডিবি পুলিশে খবর দেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
কক্সবাজার পুলিশের গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ আনসার সদস্য মিজানুর রহমানকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগেরদিন রাতে তাকে আটকের জন্য ওই এলাকায় অভিযান চালানো হয়েছিল। পরে ইউপি সদস্য নুরুল ইসলামসহ স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়েছে।
উল্লেখ্য গত ২৫ আগস্ট আনসার সদস্যরা সচিবালয় এলাকায় হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় চারটি থানায় মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে একটি মামলায় আনসার সদস্য মিজানুর রহমান অভিযুক্ত বলে জানা গেছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?