জবির সহ-সমন্বয়ক পরিচয়ে হেলপারকে মারধর করা সেই যুবক ছাত্রলীগ কর্মী

জবি প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৩
শেয়ার :
জবির সহ-সমন্বয়ক পরিচয়ে হেলপারকে মারধর করা সেই যুবক ছাত্রলীগ কর্মী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তৌসিফ শাকিল সহ সমন্বয়ক পরিচয় দিয়ে বাসের হেলপারকে মারধর করার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ নিয়ে ফেসবুকে কটুক্তির শিকার হচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া সমন্বয়ক সহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, একটি বাসের হেলপারকে মারধর করার পর শাকিল বলেন, ‘আমাকে চিনিস? আমি জগন্নাথের সহ সমন্বয়ক।’

১ মিনিট ৭ সেকেন্ডের ভিডিওতে শাকিল পুরোটা সময় জুড়ে মারমুখী অবস্থায় ছিল।

জানা যায়, শাকিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের উত্তরন বাস কমিটির সভাপতির পদ ভাগিয়ে নেয় ছাত্রলীগের পরিচয় দিয়ে। তবে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে শাকিলের অবস্থান থাকায় তাকে গত ১ আগস্ট উত্তরন বাস থেকে অবাঞ্ছিত ঘোষণাও করে শিক্ষার্থীরা।

এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সহ সমন্বক নামে কখনোই কোনো ধরণের পদ ছিল না বলে নিশ্চিত করেন আন্দোলনে নেতৃত্ব দেওয়া একাধিক সমন্বয়ক। গত ২৯ জুলাই ২৭ সদস্য বিশিষ্ট যে সমন্বয়ক পরিষদ গঠন করা হয় তাতেও নাম নেই এই শাকিলের।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনে নেতৃত্ব দেওয়া নূর নবী বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কখনো সহ সমন্বয়ক নামে কোনো পদ ছিলো না। আমরা ইতোমধ্যে লক্ষ্য করছি ছত্রলীগের সাথে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলো, তারা ক্যম্পাসে সাধারন শিক্ষার্থী নাম করে নানা অপকর্মে লিপ্ত হয়েছে। যতটুকু জানতে পেরেছি, বাসের হেলপারের সাথে খারাপ আচরন করে শাকিল যে সহ সমন্বয়ক পরিচয় দিয়েছে, আমার জানামতে সে আমাদের এ আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলো সর্বদা। এদের একটাই এখন লক্ষ্য নানান মুখোশ পড়ে বিশ্ববিদ্যালয় ও বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দানকারীদের বিতর্কিত করার চেষ্টা করছে। ছাত্রলীগের পেতাত্মাদের সকল ষড়যন্ত্রকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করবে।’

বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া আরাফাত হুসাইন ভূঁইয়া বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর ব্যক্তিটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত কেউ নয়। সে ছাত্রলীগের সক্রিয় কর্মী এবং ইতোপূর্বে শিক্ষার্থীরা তাকে সামাজিকভাবে বয়কট করেছিল। আজকের ভিডিওর ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালকার বৈঠক ও প্রচলিত সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।