‘বৈরী আবহাওয়ায় রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত’

আন্তর্জাতিক ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
শেয়ার :
‘বৈরী আবহাওয়ায় রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত’

ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কারণ হিসেবে বৈরী আবহাওয়াকে দায়ী করেছে তদন্তকারী দল। প্রতিবেদনে বলা হয়েছে, গত মে মাসে বৈরী আবহাওয়ার কারণে বিধ্বস্ত হয়েছিল রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি। এতে নিহত হন রাইসিসহ আরও সাতজন।

ইরানের সামরিক বাহিনীর সুপ্রিম বোর্ড অব দ্য জেনারেল স্টাফের চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ওই অঞ্চলের চরম বৈরী জলবায়ু ও আবহাওয়াজনিত পরিস্থিতি রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার প্রধান কারণ। গত রবিবার এ নিয়ে খবর প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আইআরআইবি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পেছনে নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এর আগে গত মে মাসে ইরানের সেনাবাহিনী বলেছিল, হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পেছনে তারা ‘অপরাধমূলক কর্মকাণ্ডের’ প্রমাণ পায়নি।

উল্লেখ্য, ১৯ মে আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে গিয়েছিলেন রাইসি। সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন রাইসি। এর পর পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।