৫ শর্তে ঢাবির উপ-উপাচার্য হলেন সায়েমা হক বিদিশা

ঢাবি প্রতিবেদক
০২ সেপ্টেম্বর ২০২৪, ২১:০০
শেয়ার :
৫ শর্তে ঢাবির উপ-উপাচার্য হলেন সায়েমা হক বিদিশা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সায়েমা হক বিদিশা। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর আর্টিকেল ১৩ (১) অনুযায়ী ঢাবির অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সায়েমা হক বিদিশাকে বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য (প্রশাসন) পদে নিম্নোক্ত (চার) শর্তে নিয়োগ প্রদান করা হলো।

১. উপ-উপাচার্য পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ বছর হবে।

২. ওই পদে বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি পাবেন।

৩. বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

৪. বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও উপাচার্যের প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন

৫. রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।