পদ্মায় নৌকা ডুবে ৪ শ্রমিক নিখোঁজ, প্রচণ্ড স্রোতে উদ্ধার অভিযান স্থগিত
রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৪ শ্রমিকের সন্ধান মেলেনি। গতকাল রবিবার সন্ধ্যায় পবা উপজেলার চর মাঝারদিয়ারে যাওয়ার সময় এই নৌকা ডুবির ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে তাদের উদ্ধার করতে পারেননি।
নিখোঁজ থাকা শ্রমিকেরা হলেন চর মাঝারদিয়ার মো. রাজু (২২), মো. সবুজ (২০), মোহাম্মদ আলী (৩৮) এবং মো. ফারুক (১৯)। পদ্মা নদীতে প্রচণ্ড স্রোত থাকায় আজ সোমবার বেলা ১১টায় উদ্ধার অভিযান বন্ধ করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রবিবার সন্ধ্যা ৭টার দিকে ছোট একটি নৌকায় অতিরিক্ত যাত্রী নিয়ে পারাপারের সময় রাজশাহী শহরের ওপারে চর মাজারদিয়ার সংলগ্ন নদীতে স্রোতের তোড়ে তা ডুবে যায়। ডুবে যাওয়া ওই ছোট নৌকায় অন্তত ১৬ জন শ্রমিক ছিলেন। তারা রাজশাহী শহরে কাজ শেষে করে চর মাজারদিয়ারে ফিরছিলেন। তারা ওই চরের বাসবাস করতেন। এ ঘটনায় নৌকা ডুবির পর ১২ জন সাঁতরে তীরে উঠে এসেছেন। তবে রাজু, সবুজ, মোহাম্মদ আলী ও ফারুক নামের চার জন শ্রমিক নিখোঁজ রয়েছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আবু শামা জানান, পদ্মা নদীতে নৌকা ডুবির খবর পেয়ে আজ ভোর ৬টার দিকে তাদের পাঁচ সদস্যের একটি ডুবুরি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু পদ্মায় তীব্র স্রোত এবং ঘটনাস্থলটিও ভারত সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় ২০০ গজ দূরেই। তাই বেলা ১১টায় উদ্ধার অভিযান স্থগিত করে তাদের ডুবুরি ইউনিটটি আবারও সদর দপ্তরে ফিরে আসেন। নদীতে স্রোত কমলে দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তারা এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।