রাজবাড়ীতে ৫ সাংবাদিকের বিরুদ্ধে মানহানি মামলা
রাজবাড়ীতে ৫ সাংবাদিকের বিরুদ্ধে ৫০ লাখ টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার কালুখালী আমলী আদালতে মামলাটি দায়ের করেছেন কালুখালী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার কালুখালী প্রতিনিধি মুহাম্মদ ফজলুল হক।
মামলায় আসামিরা হলেন দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার সম্পাদক লাভলী আহমেদ, প্রকাশক মো. মুরসিদ আহমেদ সিকদার, কালুখালী প্রতিনিধি সাহিদা পারভীন, তার স্বামী সাংবাদিক শহিদুল ইসলাম মোল্যা, জুয়েল সরদার।
মামলার বাদী মুহাম্মদ ফজলুল হক জানান, তিনি ২০১৮ সাল থেকে কালুখালী প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৪ সালে কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভাইস চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। পেশাগত ও সামাজিক জনপ্রিয়তা রয়েছে।
গত ২১ আগস্ট দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকায় ‘কালুখালীতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে যৌনকর্মকালে এক বীমা কর্মী ধৃত’ শিরোনামে ছবি সংযুক্ত করে ভিত্তিহীন ও মানহানিকর সংবাদ প্রকাশ করে। গত ২৮ আগস্ট অনলাইন নিউজ পোর্টালের সংবাদ ফটোকপি করে বিভিন্ন অশোভন উক্তিসহ ফটোকপি বিলি করেন। জুয়েল সরদার তার ফেসবুকে গত ২২ আগস্ট কালুখালীতে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে সাংবাদিক ফজলু বিস্তারিত কমেন্টে উল্লেখ করে স্ট্যাটাস দেন। এসব কর্মকাণ্ড করায় তার ৫০ লাখ টাকার মানহানি হয়েছে। তাই তিনি এ মামলাটি দায়ের করেছেন।
সাংবাদিক শহিদুল ইসলাম বলেন, ‘সরেজমিনে গিয়ে সত্য-মিথ্যা যাচাই করে সংবাদটি পরিবেশন করা হয়েছে। আমার নিকট প্রমাণ রয়েছে। কাউকে হেয়প্রতিপন্ন করতে সংবাদটি প্রকাশ করা হয়নি। সাংবাদিক হিসেবে আমার দায়বদ্ধতার জায়গা থেকেই এ সংবাদটি প্রকাশ করা করেছি।’
রাজবাড়ী কোর্টের আইনজীবী এ্যাড. খান মোহাম্মদ জহুরুল হক বলেন, ‘মামলাটি পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।’