রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২৪, ১৩:০৪
শেয়ার :
রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২২

রাশিয়ায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২২ জন নিহত হয়েছেন। গতকাল রবিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের খবরে বলা হয়, রাশিযামরা কামচাতকা উপকূলীয় এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে ২২ জন আরোহীর সবাই মারা গেছেন।

তাসের প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার ভাশকাজেতস এলাকার একটি ঘাঁটি থেকে এমআই-এইটটি মডেলের হেলিকপ্টারটি উড্ডয়ন করে। কামচাতকা উপকূলে গিয়ে সেটি বিধ্বস্ত হয়। সেসময় সেখানে ঘূর্ণিঝড় চলছিল। ভারী বাতাস ও বৃষ্টিতে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে থাকতে বলে ধারণা করা হচ্ছে। তবে এটিই দুর্ঘটনার প্রকৃত কারণ কি না তা জানা যায়নি।

উদ্ধারকারীরা জানিয়েছেন তারা এখন পর্যন্ত ১৭টি মরদেহ উদ্ধার করেছে। হেলিকপ্টারে ১৯ জন পর্যটক ও তিনজন ক্রু ছিল। গতকাল রবিবার সকালে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ পাওয় যায়।

কামচাতকা এলাকাটি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এখানে সক্রিয় আগ্নেয়গিরি দেখতে যান পর্যটকরা।