‘দেশটা তোমার বাপের নাকি’ /
কলকাতার আন্দোলনে ইথুন বাবুর গান
কলকাতার আর জি কর ঘটনার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল গোটা ভারত। গতকাল রবিবার সাধারণ মানুষের সঙ্গে রাজপথে মিছিল করেছেন টালিউডের তারকারাও।
এদিন কলকাতার কলেজ স্কয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে নাগরিক সমাজ। মিছিলে সামিল হন অভিনেত্রী অপর্ণা সেন, স্বস্তিকা মুখোপাধ্যায়, চৈতি ঘোষাল, সোহিনী সরকার, উষসী চক্রবর্তী, অপরাজিতা আঢ্য। এছাড়াও সৃজিত মুখোপাধ্যায়, সত্যম ভট্টাচার্যসহ আরও অনেকে ছিলেন।
মিছিল শেষে ১১ দফা দাবি জানিয়ে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর, শিক্ষা, নারী ও শিশু কল্যাণ ও পরিবহন দপ্তরসহ চারটি বিভাগে চিঠি পাঠিয়েছেন আন্দোলনকারীরা।
তাদের দাবি, যতক্ষণ না সরকারিভাবে কোনো কর্মকর্তা এসে কথা বলেন, ততক্ষণ ধরনা থেকে উঠবেন না।
এদিন রাত যত বাড়তে থাকে, জনসমাগমও তত বাড়তে থাকে। গানে ও কবিতায় প্রতিবাদমুখর হয়ে ওঠেন আন্দোলনকারীরা।
বাংলাদেশের জনপ্রিয় সুরকার ইথুন বাবুর লেখা ‘দেশটা তোমার বাপের নাকি’ প্রতিবাদী গানে সুর মেলাতে দেখা যায় ধর্মতলার ধরনা মঞ্চের আন্দোলনকারীদের। গান ছাড়াও আন্দোলনকারীরা স্লোগান দিতে থাকেন, ‘আমার রাস্তা আমার রাত, ধর্ষকেরা নিপাত যাক।’
ধরনায় উপস্থিত উষসী, সোহিনী, স্বস্তিকা, বিদীপ্তরাও স্লোগান তুলছেন, ‘তিলোত্তমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
সুরকার ইথুন বাবু ও শিল্পী মৌসুমি চোধুরী। ছবি: সংগৃহীত
প্রসঙ্গত, ‘দেশটা তোমার বাপের নাকি’ গানের কথা ও সুর ইথুন বাবুর। গেয়েছেন মৌসুমী চৌধুরী।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট