সরকারের ঘুম ভাঙাতে আর কী কী করা যায় দেখি: স্বস্তিকা

বিনোদন ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৬
শেয়ার :
সরকারের ঘুম ভাঙাতে আর কী কী করা যায় দেখি: স্বস্তিকা

স্বস্তিকা মুখোপাধ্যায়। ছবি: সংগৃহীত

আরজি কর কাণ্ডের প্রতিবাদে রবিবার বেলা ৩টার দিকে শুরু হয় মিছিল। কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে সমাজের অগণিত মানুষের সমাবেশ ছিল। এ সমস্ত শ্রেণির মানুষের সঙ্গে ছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ও। এ ঘটনার প্রতিবাদে প্রথম থেকেই প্রতিবাদী ভূমিকায় ছিলেন এ অভিনেত্রী।

এবার সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে রবিবার সরাসরি পথে এসে দাঁড়ালেন তিনি। জানালেন, এই প্রতিবাদ থামবে না।

অভিনেত্রী বলেন, “সকলে নিজের নিজের মতো করে প্রতিবাদ করছেন। কিন্তু ঘটনার তদন্ত কতটা এগিয়েছে, তা এখনও আমরা জানি না। কেউ গ্রেপ্তার হয়নি। সিবিআইয়ের তদন্ত কোন পথে চলেছে, খবর আমাদের কাছে নেই। সরকারের তো একটা দায়বদ্ধতা আছে। নির্যাতিতার বাবা-মাকে জবাব দেওয়ারও তো একটা দায়বদ্ধতা আছে।”

ঘটনার তদন্ত নিয়ে সন্দিহান স্বস্তিকা বলেছেন, “প্রায় এক মাস হতে চলল। এমন একটা নির্মম ঘটনার কোনো সুরাহা হল না। জনসাধারণকে বোকা ভেবে লাভ নেই। একটা মানুষকে দোষী হিসেবে সামনে আনা হচ্ছে, কিন্তু আমরা কেউ বিশ্বাস করি না, একা এত বড় কাণ্ড ঘটিয়েছে সে। সেটা অসম্ভব।”

আরজি কর হাসপাতালের ভাইরাল ভিডিও নিয়েও অভিনেত্রীর স্পষ্ট কথা, “অনেক রকম ভিডিও প্রকাশ্যে এসেছে। দেখা যাচ্ছে, মৃতদেহের পাশে রীতিমতো গোল বৈঠক করে পরিকল্পনা চলেছে। অকুস্থলে কোনো নিরাপত্তা নেই। মিথ্যে কথা বলে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হয়েছে।”

তিনি আরও বলেন, “জনসাধারণ তো বুদ্ধি বিবেচনা কাজে লাগিয়ে ভোট দেন। কিন্তু এমন ঘটনা ঘটে যাওয়ার পরেও মানুষকে বোকা ভাবার কোনো জায়গাই নেই। জনসাধারণের জন্যই কিন্তু সরকার। মানুষের জন্যই পাওয়া ক্ষমতা সরকারের কাছে। কিন্তু তাও কেন সুরাহা পাচ্ছি না?”

এদিকে স্বস্তিকার স্পষ্ট দাবি, সিবিআইয়ের হাতে তদন্ত যাওয়ার আগেই তথ্যপ্রমাণ লোপাট হয়েছে। দুষ্কৃতীরা ভাঙচুর চালিয়েছে।

অভিনেত্রীর কথায়, “সাধারণ নাগরিক হিসেবে আর কী কী করতে পারি যাতে সরকারের ঘুম ভাঙে, সেটাই দেখছি। নির্যাতিতার বাবা-মাও তাই চান।”

নিজের মেয়েকে নিয়েও আতঙ্কে থাকছেন স্বস্তিকা। কর্মসূত্রে বিদেশে থাকেন অভিনেত্রীর মেয়ে অন্বেষা। কিন্তু মেয়ের জন্য সর্বক্ষণ চিন্তায় থাকছেন তিনি।