সাবেক সংসদ সদস্য হাজী সেলিম গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১২
শেয়ার :
সাবেক সংসদ সদস্য হাজী সেলিম গ্রেপ্তার

ঢাকা-৭ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে রাজধানীর বংশাল থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল রবিবার রাতে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হন।

ঢাকার অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) ওবায়দুর রহমান বলেন, ‘লালবাগ থানার একটি হত্যা মামলায় হাজী সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে।’

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন হাজী সেলিম। পরে হাসপাতালে গিয়ে আশ্রয় নেন তিনি।

এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় ২০০৮ সালে ১৩ বছরের সাজা হয় হাজী সেলিমের। পরবর্তীতে ২০২২ সালে এই সাজা কমিয়ে ১০ বছর করে হাইকোর্ট।

এদিকে রাজধানীর লালবাগে গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় একাদশ শ্রেণির শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যামামলায় আওয়ামী লীগের এ সাবেক সংসদ সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

আদালতে কর্মরত একজন উপপরিদর্শক বলেন, আজ সোমবার বিকেলের মধ্যে হাজী সেলিমকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হবে। পরে আদালত রিমান্ডের আবেদনের বিষয়ে শুনানি করবেন।

গত ১৯ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫১ জনকে আসামি করে লালবাগ থানায় মামলাটি করেন খালিদের বাবা কামরুল হাসান।