একসঙ্গে জন্ম নেওয়া তিন শিশু মারা গেছে

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২৪, ২১:০৫
শেয়ার :
একসঙ্গে জন্ম নেওয়া তিন শিশু মারা গেছে

জামালপুরের মেলান্দহে একসঙ্গে জন্ম নেওয়া তিন ছেলে নবজাতকের কেউ বেঁচে নেই। গতকাল শনিবার রাতে দুই নবজাতক ও আজ রবিবার সকালে এক নবজাতক মারা যায়।

গতকাল শনিবার দুপুর ১টার দিকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিকভাবে তিনটি ছেলে সন্তান জন্ম দেন শ্যামলী আক্তার নামের এক গৃহবধূ। ৩ নবজাতকই স্বাভাবিকের তুলনায় কম ওজন হয়েছিল।

তিন নবজাতককে চিকিৎসার জন্য প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে নবজাতকদের উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে শনিবার রাতেই সেখানে দুজনের মৃত্যু হলে বাড়িতে চলে আসে পরিবার। আজ রবিবার সকালে সর্বশেষ এক নবজাতকের মৃত্যু হয়।

তিন সন্তান জন্ম দেওয়া ওই গৃহবধূ উপজেলার নয়ানগর ইউনিয়নের মালঞ্চ এলাকার ব্যবসায়ী শফিকের স্ত্রী। এ ঘটনায় স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে ওই এলাকা।

নিহত নবজাতকের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকালে হালকা ব্যাথা নিয়ে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। পরে স্বাভাবিকভাবেই তিন ছেলে নবজাতকের জন্ম হয়। জন্ম নেওয়া প্রথম নবজাতকের ওজন ৯০০ গ্রাম, দ্বিতীয় নবজাতকের ওজন ৮৭৫ গ্রাম ও তৃতীয় নবজাতকের ওজন ৭৫০ গ্রাম হয়। তাদের ওজন কম থাকায় জামালপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে শনিবার রাতে এক নবজাতকের মৃত্যু হয়। পরবর্তীতে আরেক জনের মৃত্যু হয়। রবিবার সকালে সর্বশেষ নবজাতকের মৃত্যু হয়েছে।

নিহত নবজাতকের খালা স্বপ্না আক্তার বলেন, ‘সন্তানদের সাত মাস বয়স হয়েছিল। এজন্য ওজন কম নিয়ে তিন ছেলে সন্তানের জন্ম হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে এক এক করে তিন জনের মৃত্যু হয়েছে। শ্যামলীর এটাই প্রথম সন্তান ছিল।