জিয়াউর রহমানের সমাধিতে বাউবি কর্মকর্তাদের শ্রদ্ধা
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যাদলের (বাউবি) জাতীয়তাবাদী আদর্শের কর্মকর্তা-কর্মচারীরা।
আজ রবিবার সকালে দলটির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে এই শ্রদ্ধা জানান তারা। এ সময় তারা তার রুহের মাগফেরাত কামানা করে বিশেষ মোনাজাত করেছেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এ সময় উপস্থিত ছিলেন বাউবির যুগ্ম পরীক্ষা নিয়ন্ত্রক মো. হাবিবুল্লাহ মাহমুদ, আঞ্চলিক পরিচালক টি আহমেদ হোসাইন, যুগ্ম পরিচালক মো. মেজবাহ উদ্দিন, সহকারী পরিচালক মো. আলমগীর কবীর, সিনিয়র ভিডিও স্পেশালিস্ট সোহেল আহমেদ, যুগ্ম পরিচালক মো. আশরাফুল ইসলাম, ইঞ্জিনিয়ার রেজাউল ইসলাম, হুমায়ুন কবীর খান, জাহাঙ্গীর হোসেন, একরাম ভূঁইয়া, আব্দুর রহমান, দেওয়ান নুর ইসলাম, মোহাম্মদ আমিরুল ইসলাম প্রমুখ।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?