নোয়াখালীতে ২৫ লাখ টাকার ত্রাণসামগ্রী দিলেন নিপুণ রায়
বন্যাদুর্গত নোয়াখালী-৩ ও ৪ সংসদীয় আসনের সাধারণ মানুষের মাঝে ২৫ লাখ টাকা মূল্যের ত্রাণসামগ্রী বিতরণ করেছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। আজ রবিবার দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও মো. শাহজাহানের উপস্থিতিতে এসব ত্রাণ বিতরণ করা হয়েছে।
ত্রাণ বিতরণকালে উপস্থিত সবার উদ্দেশে নিপুণ রায় বলেন, ‘বন্যায় আপনাদের যে ক্ষতি হয়েছে, তা পূরণ হবার নয়। তারপরও বিএনপি চেয়ারপারসন গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সাহস যোগাতে এসেছি। আপনারা আমাদের ভাইবোন। আপনাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে আমরা পথ চলছি। আপনাদের জন্য সামন্য শুভেচ্ছাসামগ্রী নিয়ে এসেছি। অনুগ্রহ করে তা গ্রহণ করবেন।’
এর আগে ভোরবেলা ২৫ ট্রাক ত্রাণসামগ্রী নিয়ে রাজধানী থেকে ঢাকা জেলা ও দক্ষিণ কেরাণীগঞ্জ বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নোয়াখালীর উদ্দেশে রওনা দেন নিপুণ।
জানতে চাইলে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সাবেক সদস্যসচিব পারভেজ হাসান পাভেল বলেন, ‘বিশুদ্ধ পানি, চাল, ডাল, মুড়ি, বিস্কুট, বস্ত্র ইত্যাদি পণ্য ত্রাণ হিসেবে বিরতণ করা হয়েছে। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী এসব ত্রাণ দলমত নির্বিশেষে সবার মাঝে বিতরণ করেছেন।’
দুপুরের দিকে প্রথমে সাবেক এমপি বরকত উল্লাহ বুলুর নির্বাচনী এলাকা নোয়াখালী-৩ আসনের বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ করেন নিপুণ রায়। এ সময় আরও ছিলেন বরকত উল্লাহ বুলুর স্ত্রী শামীমা বরকত লাকী ছিলেন।
এরপর সেখান থেকে সাবেক এমপি মো. শাহজাহানের নির্বাচনী এলাকা নোয়াখালী-৪ আসনের বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করেন নিপুণ। এ সময় আরও ছিলেন মো. শাহজানের ছেলে বিএনপি নেতা আবু সালেহ মোহাম্মদ আবদুল্লাহ সবুজ। সবুজ জানান, ত্রাণ সামগ্রী পেয়ে এলাকার মানুষ বেশ খুশি।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?