সরকারি কর্মচারীদের সম্পদের বিবরণী দাখিলের নির্দেশ

অনলাইন ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০১
শেয়ার :
সরকারি কর্মচারীদের সম্পদের বিবরণী দাখিলের নির্দেশ

সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সকল সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।’

এ প্রসঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান গণমাধ্যমকে বলেছেন, ‘সরকার সিদ্ধান্ত নিয়েছে সব সরকারি কর্মচারীর সম্পদের হিসাব জমা দিতে হবে। কী পদ্ধতিতে কীভাবে জমা দেবে সে বিষয়ে আমরা ফরম্যাট রেডি করে দেব।’