আরজি কর কাণ্ড /

প্রতিবাদী বিবৃতি দিলেন শ্রেয়া

বিনোদন ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৪
শেয়ার :
প্রতিবাদী বিবৃতি দিলেন শ্রেয়া

আরজি কর ঘটনায় এবার এক প্রতিবাদী বিবৃতি দিলেন সংগীতশিল্পী  শ্রেয়া ঘোষাল। এর পাশাপাশি আসন্ন কলকাতার কনসার্টও পিছিয়ে দিলেন তিনি। আগামী ১৪ সেপ্টেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওই কনসার্ট হওয়ার কথা ছিল।

গতকাল শনিবার সকালে একটি বিবৃতি দিয়ে কনসার্ট পিছিয়ে দেওয়ার কথা জানিয়েছেন এ সংগীতশিল্পী। আগামী অক্টোবরে কনসার্টটি হবে বলে জানিয়েছেন তিনি। যদিও তারিখ এখনও জানানো হয়নি।

শ্রেয়া জানিয়েছেন, আরজি করের ঘটনা তাকে প্রভাবিত করেছে। ঘটনার নৃশংসতায় তিনি শিউরে উঠেছেন। এই পরিস্থিতিতে গানের কনসার্ট করার মতো অবস্থায় তিনি নেই। কলকাতায় আরজি করের ঘটনার প্রতিবাদে যে কর্মসূচি চলছে, তাকে সমর্থন জানাতে চান শ্রেয়া।

শনিবার সকালে বিবৃতিতে তিনি লিখেছেন, ‘কলকাতায় সম্প্রতি যে নৃশংস ঘটনা ঘটেছে, আমাকে তা গভীর ভাবে প্রভাবিত করেছে। এক জন মহিলা হিসেবে ঘটনার নৃশংসতায় আমি শিউরে উঠছি। নির্যাতিতাকে কী ধরনের অত্যাচার সহ্য করতে হয়েছিল, তা ভেবেই আমার গায়ে কাঁটা দিচ্ছে।’

শ্রেয়া আরও বলেছেন, ‘আমি এবং আমার প্রচারক এফএম সংস্থা এই পরিস্থিতিতে কলকাতার কনসার্টটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ১৪ সেপ্টেম্বর ওই কনসার্ট হওয়ার কথা ছিল। আগামী অক্টোবরে কনসার্টটি হবে। আমরা সকলেই এই কনসার্টের জন্য অপেক্ষা করেছিলাম। কিন্তু এই পরিস্থিতিতে প্রতিবাদীদের পাশে দাঁড়ানো অপরিহার্য হয়ে উঠেছে। শুধু ভারত নয়, সারা বিশ্বের মহিলাদের নিরাপত্তার জন্য প্রার্থনা করছি।’ কনসার্ট পিছিয়ে দেওয়ার জন্য ভক্তদের কাছেও ক্ষমা চেয়ে শ্রেয়া জানিয়েছেন, অক্টোবরের কবে ওই কনসার্টের আয়োজন করা হবে, সেই তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়েছে। আরজি করের ঘটনার প্রভাব পড়েছে সারা ভারতে। বর্তমানে ঘটনার তদন্ত করছে সিবিআই।