স্বামীর লাশ উদ্ধারের পর থানার বাথরুমে স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক
৩১ আগস্ট ২০২৪, ২২:৫৭
শেয়ার :
স্বামীর লাশ উদ্ধারের পর থানার বাথরুমে স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

রাজধানীর কামরাঙ্গীরচর পুকুরপাড় রক্সির বাড়ি থেকে মো. শুভ (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বামীর মৃত্যু সহ্য করতে না পেরে স্ত্রী মিম আক্তার (২২) থানার বাথরুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। আজ শনিবার সকাল ১০টার দিকে কামরাঙ্গীরচর থানায় এ ঘটনা ঘটে।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান জানান, পারিবারিক কলহের জেরে স্ত্রীর ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন শুভ। খবর পেয়ে পুকুরপাড় রক্সির বাড়ির নিজ ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। শুভর মরদেহ কামরাঙ্গীরচর থানায় নিয়ে এলে স্ত্রীসহ পরিবারের লোকজন আসেন। কিছুক্ষণ পর থানার বাথরুমে ঢুকে নিহতের স্ত্রী মিম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে বাথরুমে দরজা ভেঙে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দুপুরে ঢামেক মর্গে পাঠানো হয়েছে। তদন্তের প্রতিবেদন পেলে শুভর মৃত্যুর কারণ জানা যাবে।