যুক্তরাষ্ট্রে বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহ করছেন মৌসুমী-রবি

বিনোদন প্রতিবেদক
৩১ আগস্ট ২০২৪, ১৯:৫১
শেয়ার :
যুক্তরাষ্ট্রে বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহ করছেন মৌসুমী-রবি

বন্যার্তদের জন্য যুক্তরাজ্যের ইংল্যান্ডে কনসার্ট হচ্ছে। আগামী ২২ সেপ্টেম্বর লন্ডনের রোমফোর্ডে ‘গানে গানে বাংলাদেশ’ শিরোনামে সে আয়োজনে পারফর্ম করবেন সোলস ব্যান্ডের সদস্যরা। সেখান থেকে প্রাপ্ত অর্থ দেওয়া হবে দেশের বন্যাদুর্গতদের।

এবার বন্যার্তদের পাশে থাকার অঙ্গীকার করলেন চিত্রনায়িকা মৌসুমী ও সংগীতশিল্পী রবি চৌধুরী। তারা দুজনই আছেন যুক্তরাষ্ট্রে।  সেখানেই একটি আয়োজনে অংশ নিয়ে অর্থ সংগ্রহ করবেন তারা। যা দেওয়া হবে বন্যাকবলিতদের।

আজ ফেসবুকে দেওয়া পোস্টে রবি চৌধুরী লেখেন, ‌‘আমি ও মৌসুমী এখন নিউ জার্সিতে আছি। আগামীকাল দেখা হবে। দুপুর ১২টা থেকে ৬টা পর্যন্ত আমরা থাকব জেফ কে হাই স্কুল নিউ জার্সিতে। বাংলাদেশের বন্যাকবলিত মানুষের পাশে থাকার অঙ্গীকার। আশা করি আপনারাও আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ চট্টগ্রাম ফাউন্ডেশন, নিউ জার্সি।’

মৌসুমী দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। অনেকেই বলছেন, তিনি গ্রিন কার্ডের জন্য দেশটিতে অবস্থান করছেন। সেটি পেলেই দেশে ফিরবেন।