নিখোঁজের তিনদিন পর খালে মিলল বিপ্লবের লাশ
নিখোঁজের তিনদিন পর রাজধানীর বনশ্রীর খাল থেকে উদ্ধার করা হয়েছে মাহফুজুল আলম বিপ্লবের (৪৮) মরদেহ। তিনি চায়নার একটি প্রকল্পে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
আজ শনিবার দুপুরে খালে মরদেহ ভাসতে দেখে নৌ পুলিশের সহায়তায় উদ্ধার করা হয় বলে জানান খিলগাঁওয়ের রাজাখালী নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মাহবুব আলম।
এসআই মো. মাহবুব আলম বলেন, মৃতের শরীর পচে ফুলে গেছে। তার মাথার পেছনে এবং শরীরের কয়েক জায়গায় জখমের চিহ্ন রয়েছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
বিপ্লবের বাড়ি ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ উপজেলার মহেশপুর গ্রাম। তার পিতা মৃত সামছুল আলম এর ছেলে। বনশ্রীর এক নম্বর রোডের ৩৬ নম্বর বাসায় পরিবারের সঙ্গে থাকতেন।
নিহতের বড় ভাই মাহাবুবুল আলম বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে বিপ্লবকে পাওয়া যায়নি। রাত আটটা পর্যন্ত ফোনে রিং হয়েছে, কিন্তু রিসিভ করেনি।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
তিনি বলেন, আমরা অনেক স্থানে খোঁজাখুজি করে না পেয়ে শুক্রবার খিলগাঁও থানায় সাধারণ ডায়েরি করি। আজ থানা থেকে সংবাদ পাই, খালে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে সেখানে গিয়ে মরদেহ দেখে শনাক্ত করি।
মাহবুবুল আলম দাবি করেন, তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। যে স্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়, সেখানে তেমন পানিও নেই। এছাড়াও সে সাঁতার জানত। তবে কে বা কারা তাকে হত্যা করেছে, সে সম্পর্কে আমরা কিছুই জানতে পারিনি। আমরা আশা করি আইন প্রয়োগকারী সংস্থা এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করবে।