ভারতে গরুর গোশত খাওয়ায় মুসলিম যুবককে পিটিয়ে হত্যা
ভারতের হরিয়ানা রাজ্যে গরুর গোশত খাওয়ার অভিযোগে এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া আরও দুজনকে হেফাজতে নিয়েছে তারা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, গ্রেপ্তার পাঁচজন হলেন অভিষেক, মোহিত, রভিন্দর, কলমজিৎ ও সাহিল। হরিয়ানার চরখি দদরি থেকে তাদের গ্রেপ্তার ও আরও দুজনকে হেফাজতে নেয় পুলিশ।
এর আগে গত ২৭ আগস্ট সাবির মালিক নামের এক শ্রমিককে গরুর গোশত খাওয়ার অভিযোগে পিটিয়ে মারা হয়। সাবির বিহার থেকে হরিয়ানায় থেকে পরিত্যক্ত জিনিসপত্র সংগ্রহের কাজ করতেন।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
২৭ আগস্ট তাকে ও আরেকজন শ্রমিকে গরুর গোশত খাওয়ার অভিযোগে পেটানো হয়। এর মধ্যে সাবির মারা গেছে ও অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
হরিয়ানার পুলিশ কর্মকর্তা ভারত ভূষণ বলেন, ’২৭ তারিখ কয়েকজন মানুষ পুলিশকে জানায়, বস্তিতে গরুর গোশত রান্না করা হয়েছে। পরে পুলিশ গিয়ে নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠায়। যদিও পরে দুই শ্রমিককে ধরে নিয়ে গিয়ে মারধর করে কয়েকজন।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
তিনি বলেন, পুলিশ ঘটনার তদন্ত করছে এবং দোষীদের বিরুদ্ধেম ব্যবস্থা নিচ্ছে।