নিজ বাড়িতে কৃষককে গলা কেটে হত্যা
লালমনিরহাট আদিতমারীতে নিজ বাড়ি থেকে তাহমিদুল রহমান তারা মিয়া (৪০) নামের এক কৃষককের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার উপজেলার সারপুকুর ইউনিয়নের টিপের বাজার এলাকার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তারা মিয়া ওই এলাকার মৃত আহমেদের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে দুর্বৃত্তরা তারা মিয়াকে গলা কেটে হত্যা করে। তিনি তার ঘরে একাই থাকতেন। তার স্ত্রী ৭ বছর থেকে প্রবাসে রয়েছেন। একা থাকার সুযোগে কেউ তাকে হত্যা করেছে বলে ধারণা করছে এলাকাবাসী।
নিহত তাহমিদুল রহমান তারার ভাই ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মুকুল বলেন, ‘আমার ভাই খুবই সাদামাটা জীবনযাপন করতেন। তার বউ বিদেশে থাকে। কে বা কাহারা রাতে আমার ভাইকে খুন করে পালিয়ে গেছে। আমরা এ হত্যাকাণ্ডের ন্যায়বিচার চাই।’
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি তাকে খুন করা হয়েছে। তার গলায় কাটা দাগ রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।’