মগবাজারে চলন্ত ট্রেনের ছাদ থেকে কিশোরের লাফ, এরপর...

নিজস্ব প্রতিবেদক
৩১ আগস্ট ২০২৪, ১৮:১৬
শেয়ার :
মগবাজারে চলন্ত ট্রেনের ছাদ থেকে কিশোরের লাফ, এরপর...

রাজধানীর মগবাজারের ওয়্যারলেস গেট এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। তবে তৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে তার বয়স ১২-১৩ হতে পারে। তার পরনে ছিল ছেড়া লুঙ্গি।

ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে যাওয়া রাজশাহী কমিউটার ট্রেনের ছাদে দাঁড়ানো ছিল ওই কিশোর। ট্রেনটি ওয়ারলেস গেট এলাকায় পৌঁছালে চলন্ত ট্রেনের ছাদ থেকে লাফ দেয় সে। এতে ওই কিশোর ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এসআই মো. সহিদুল ইসলাম জানান, ওই কিশোরের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।