শুটিং সেটে গোপন ক্যামেরা, রাধিকার চাঞ্চল্যকর তথ্য

বিনোদন ডেস্ক
৩১ আগস্ট ২০২৪, ১৮:১২
শেয়ার :
শুটিং সেটে গোপন ক্যামেরা, রাধিকার চাঞ্চল্যকর তথ্য

দক্ষিণী ইন্ডাস্ট্রির গোপন তথ্য ফাঁস করলেন তামিল সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাধিকা শরৎকুমার। কেরালায় একটি সিনেমার শুটিংয়ে গিয়ে তিক্ত অভিজ্ঞতার স্বাক্ষী হলেন এই অভিনেত্রী।

তিনি জানান, শুটিংয়ে মেকআপ ভ্যানের ভেতরে গোপন ক্যামেরা রাখা হতো। আর সেই গোপন ক্যামেরায় ধারণ হতো অভিনেত্রীদের পোশাক পরিবর্তনের দৃশ্য।

সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমকে সেই ঘটনার কথা শেয়ার করে রাধিকা বলেন, ‘কেরালায় সিনেমার শুটিং করছিলাম। হঠাৎ দেখি শুটিং ফ্লোরের কিছু মানুষ কী একটা দেখে, ক্রমাগত হাসছে। একজন স্পটবয়কে ডেকে আমি জিজ্ঞাসা করলাম বিষয়টা। সে আমাকে জানালেন, মেকআপ ভ্যানের ভেতর গোপন ক্যামেরা রয়েছে। নায়িকারা পোশাক বদলালেই ছবি, ভিডিও রেকর্ড হতো। আর এসবের একটা ডেটাবেজও রয়েছে। যেখানে নায়িকাদের নাম লিখলেই প্রকাশ্যে আসত সেই ভিডিওগুলো।’

গণমাধ্যমকে রাধিকা আরও বলেন, ‘আমি খুব রেগে গিয়েছিলাম। মনে মনে ভাবছিলাম, আমাকে অবশ্যই এসব থেকে দূরে থাকতে হবে। যে কারণে তাদেরকে জানিয়ে দেই, আমার মেকআপ ভ্যানের প্রয়োজন নেই।’

এদিকে, গেল ১৯ আগস্ট হেমা কমিটির রিপোর্ট প্রকাশ্যে আসে। তারপর থেকেই তোলপাড় মালয়ালম সিনেমা জগত। রিপোর্ট অনুযায়ী, মালয়ালম সিনেমার অভিনেতা সিদ্দিকী, পরিচালক রঞ্জিতসহ একাধিক তারকার বিরুদ্ধে যৌন হয়রানি, ধর্ষণের অভিযোগ এসেছে। বিষয়টি নিয়ে দেশটির পুলিশের কাছেও অভিযোগ করা হয়েছে।