প্রধান উপদেষ্টার সংলাপ /

ইসলামী আন্দোলন থেকে যারা অংশ নিচ্ছেন

নিজস্ব প্রতিবেদক
৩১ আগস্ট ২০২৪, ১৪:২৫
শেয়ার :
ইসলামী আন্দোলন থেকে যারা অংশ নিচ্ছেন

ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক জোট ও দল। আজ শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত পাঁচ ঘণ্টা এসব বৈঠক চলবে।

প্রধান উপদেষ্টার সংলাপে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই এর নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধিদলের যোগ দেওয়ার কথা রয়েছে।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহম্মেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম-মহাসচিব ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম।