ধারাবাহিক নাটকের ট্যাগলাইন- তুমি কে? আমি কে?

বিনোদন প্রতিবেদক
৩১ আগস্ট ২০২৪, ১২:৩০
শেয়ার :
ধারাবাহিক নাটকের ট্যাগলাইন- তুমি কে? আমি কে?

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। ছাত্র-জনতার তোপের মুখে হাসিনা সরকারের পতন ঘটে। আর এই আন্দোলনে অংশ নেন সকল শ্রেণি-পেশার মানুষজন। এদের মধ্যে বড় একটি অংশ ছিল তরুণ প্রজন্ম। যাদেরকে অনেকেই জেন-জি বা জেনারেশন জেড নামে চেনে। এবার তাদের ভাবনা-চিন্তা ও সমসাময়িক ঘটে যাওয়া ঘটনা নিয়ে নির্মিত হচ্ছে নাটক। নাম ‘জেন-জি’। আর এর ট্যাগলাইন দেওয়া হয়েছে ‘তুমি কে? আমি কে?’।

মেজবাহ উদ্দিন সুমনের রচনায় ধারাবাহিকটি নির্মাণ করবেন আবু হায়াত মাহমুদ। আগামী ১০ সেপ্টেম্বর থেকে এর দৃশ্যধারণ শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা। এটি মূলত, পলিটিক্যাল স্যাটায়ারধর্মী ধারাবাহিক। একটি পরিবার যদি একটা দেশ হয়। আর এ পরিবারকে কেন্দ্র করে হাসি-আনন্দ, ভালেবাসা টানাপোড়েন সঙ্গে পলিটিক্যাল স্যাটায়ারের মিশ্রন তুলে ধরা হবে গল্পে। এতে পরিবারের বাবার স্বৈরাচারী মনোভাবের দেয়াল ভাঙবে জেনারেশন জেডরা। বলা যায়, হাস্যরসের মাধ্যমে সমাজে গুরত্বপূর্ণ বার্তা দেবেন নির্মাতা।

নির্মাতা আবু হায়াত মাহমুদ বলেন, ‘মজার মজার স্যাটায়ারের মাধ্যমে আমাদের রাজনৈতিক অবস্থার চিত্র দেখানো হবে এই নাটকে। উঠে আসবে জেনারেশন এর সঙ্গে জেনারেশন এর ভাবনা ও মতের পার্থক্য। পরিবারের বাবার স্বৈরাচারী মনোভাবের দেয়াল ভাঙ্গবে আমাদের জেন জেডরা। সব মিলিয়ে এটি একটি ভিন্নধর্মী ধারাবাহিক হবে বলেই আশা করছি।’

জানা যায়, ধারাবাহিকটি প্রযোজনা করছে ক্রিয়েটিভ ল্যাব প্রোডাকশন হাউজ। শিগগিরই কোনো একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে ‘জেন-জি’।