বন্যার্তদের ত্রাণ দিলেন বিএনপি নেতা আবেদ

নিজস্ব প্রতিবেদক
৩০ আগস্ট ২০২৪, ২২:১৯
শেয়ার :
বন্যার্তদের ত্রাণ দিলেন বিএনপি নেতা আবেদ

নোয়াখালীর কোম্পানীগঞ্জর দুই ইউনিয়নে ত্রাণ বিতরণ করেন বিএনপির পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ। আজ শুক্রবার বিকেলে সিরাজপুর ইউনিয়নের জালিয়া পুকুর এলাকায় এবং চর হাজারী ১ ও ২ নম্বর ওয়ার্ডে ভি ভি টি সি টেকনিক্যাল স্কুল মাঠে বন্যা কবলিত এলাকার মানুষের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়।

বজলুল করিম চৌধুরী আবেদ বলেন, ‘বাংলাদেশের যে এসব অঞ্চলে ভারত থেকে নেমে আসা ঢলে ডুবে গিয়ে মানুষ মানবতরজীবন যাপন করছেন। তাদের পাশে দাঁড়ানোর জন্য বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় নোয়াখালী ৫ আসনের কোম্পানীগঞ্জ এবং কবিরহাটে ধারাবাহিকভাবে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে। ’ 

পরে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদের কবর জিয়ারত করেন আবেদ। 

এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আলম সিকদার, সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আব্দুল মতিন লিটন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মানসুরুল হক বাবর, চর হাজারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ কোম্পানীগঞ্জ উপজেলা এবং বসুরহাট পৌরসভা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাসহ সকল ইউনিয়ন-ওয়ার্ডের নেতারা।