টরন্টো মাতাবেন বেবী নাজনীন, বন্যার্তরা পাবেন আয়ের অর্থ
এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল, ‘কাল সারা রাত ছিল স্বপনেরও রাত’, ‘দু’চোখে ঘুম আসে না’, ‘মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে’, ‘ওই রংধনু থেকে’, ‘মরার কোকিলে’, ‘আর কতদিন’, ‘লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে’, ‘প্রিয়তমা’, ‘সারা বাংলায় খুঁজি তোমারে’, ‘ও বন্ধু তুমি কই কই রে’সহ অসংখ্য জনপ্রিয় গানের নন্দিত কণ্ঠশিল্পী বেবী নাজনীন।
এখনো ভক্ত-অনুরাগীদের কাছে তার গায়কী ও কণ্ঠের আবেদন আগের মতোই অম্লান। ‘ব্ল্যাক ডায়মন্ড’ ও ‘উত্তরবঙ্গের দোয়েল’ খ্যাত বাংলাদেশের জনপ্রিয় এই গায়িকা ও গীতিকবি এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তবে কয়েক বছর ধরে বিদেশে অবস্থান করলেও দেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন বেবী নাজনীন। একই সঙ্গে ভার্সেটাইল এই শিল্পী দেশ-বিদেশের স্টেজ শোর পাশাপাশি শ্রোতাদের জন্য প্রকাশ করে যাচ্ছেন নানা ধরনের গান।
আগামীকাল ৩১ আগস্ট কানাডার টরন্টোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ সম্মিলিত বাংলা মেলা। টরন্টোর বার্চমাউন্ট পার্কে অনুষ্ঠেয় বাংলা মেলায় পারফর্ম করবেন সংগীত তারকা বেবী নাজনীন। আর শো থেকে উপার্জিত অর্থের একটি অংশ ব্যয় হবে দেশের বন্যার্তদের মাঝে এমনটাই জানিয়েছেন মেলার অন্যতম সমন্বয়ক দীন ইসলাম।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
গণমাধ্যমকে দীন ইসলাম বলেন, ‘মেলা থেকে আয়ের একটি অংশ বাংলাদেশে ভয়াবহ বন্যা আক্রান্তদের সহায়তায় পাঠানো হবে। সংগীতানুষ্ঠানের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে থাকছে নানা আয়োজন। মেলা কেন্দ্র করে ব্যাপক প্রচারণা শুরু হয়েছে আরও আগে থেকেই। মেলায় কানাডায় অবস্থানরত প্রবাসী শিল্পীদেরও পরিবেশনা থাকবে। থাকবে বিভিন্ন স্টল।’
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেবী নাজনীন বর্তমানে আমেরিকার নিউইয়র্কে অবস্থান করছেন। আজ শুক্রবার সেখান থেকেই কানাডার উদ্দেশে রওনা হবেন তিনি। এরপর আগামীকাল শনিবার টরেন্টোর বার্চমাউন্ট পার্কে অনুষ্ঠেয় বাংলা মেলায় পারফর্ম করবেন।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
এ প্রসঙ্গে বেবী নাজনীন বলেন, ‘রাজনৈতিক কারণে আমাকে দীর্ঘদিন দেশের বাইরে থাকতে হয়েছে। এবার ফিরছি। আশা করছি নতুনভাবে সব শুরু করতে পারব ‘