হিরো আলমের ‘ধরা পড়ল আরাফাত’
সাবেক তথ্য-প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে নিয়ে ‘আরাফাতের চার বউ’ শিরোনামে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন হিরো আলম। এবার আরাফাতকে নিয়ে গান প্রকাশ করেছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।
গানের শিরোনাম ‘ধরা পড়ল আরাফাত’। এমন শিরোনামের গানটি গতকাল বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে হিরো আলমের ফেসবুক পেজ থেকে।
গানটি প্রকাশের পর অনেকেই মন্তব্য করেছেন এটি নেয়। একজন লিখেছেন, ‘আরাফাত ধরা পরলেও গানের জন্য আপনাকে রিমান্ডে নেওয়া দরকার’।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
আরেকজন লিখেছেন, ‘আরাফাত যদি কোনোভাবে মুক্তি পায় আর আওয়ামী লীগ যদি কোনোভাবে ক্ষমতায় আসে, তাহলে হিরো আলমের ৯০ দিন রিমান্ড আর জেল হিসেবে ‘বাংলাদেশ আয়নাঘর’ বগুড়া জেলা শাখায় প্রেরণ করবে আমি শিওর।’
কেউ লিখেছেন, ‘আরাফাতকে রিমান্ডে নিয়ে টানা এক সপ্তাহ হিরো আলম ভাইয়ের এই গানটা শোনানো হোক।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
অভিনয় ও গানের পাশাপাশি রাজনীতিতেও রয়েছেন আলোচিত-সমালোচিত ইউটিউবার হিরো আলম। একাধিকবার করেছেন নির্বাচন। সবশেষ গেল বছর ঢাকা-১৭ আসনে উপ-নির্বাচনে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। সে সময় হিরো আলমকে রাস্তায় ফেলে পিটিয়েছিল দুর্বৃত্তরা। কিন্তু তিনি তখন জানিয়েছিলেন কোনো দুর্বৃত্তরা না, আরাফাত ও আওয়ামী লীগের গুন্ডাবাহিনী তাকে পিটিয়েছে। সেই আরাফাতকে এখন খুঁজছেন হিরো আলম। যা কদিন আগেই গণমাধ্যমকে জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, গত মঙ্গলবার রাজধানীর গুলশান থেকে আরাফাতকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। অথচ ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে বলা হয়েছে, ঢাকা মহানগর পুলিশ তাকে আটক কিংবা গ্রেপ্তার করেনি। অন্যকোন সংস্থা আটক বা গ্রেপ্তার করেছে কিনা তাও তাদের জানা নেই।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’
কিন্তু আরাফাতকে গ্রেপ্তারের খবর চাউর হলে হিরো আলম মিষ্টি নিয়ে থানায় যান; পথচারী ও যানবাহনের চালক-যাত্রীদের মিষ্টি খাইয়েছেন।