ক্রিসমাসে মুক্তি পাবে রামচরণ-কিয়ারার ‘গেম চেঞ্জার’
চলতি বছরে দক্ষিণ ভারতীয় সিনেমাগুলোর মধ্যে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘গেম চেঞ্জার’। রামচরণ ও কিয়ারা আদভানি অভিনীত সিনেমাটি নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই।
একজন সৎ আইএএস অফিসার এবং নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে লড়াইয়ের গল্পে ‘গেম চেঞ্জার’। সিনেমাটি পরিচালনা করেছেন এস শঙ্কর ও দিল রাজু।
এরই মধ্যে সিনেমাটির নির্মাতারা ঘোষণা করেছেন, সিনেমাটি এ বছর ক্রিসমাসে মুক্তি পাবে। যদিও কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, রামচরণ কিছু অংশের শুটিং না করায় গেম চেঞ্জারের মুক্তি ২০২৫ সাল পর্যন্ত পিছিয়ে দেওয়া হতে পারে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
তবে চলমান মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র সপ্তাহে সিনেমা নিয়ে কথা বলেছেন প্রযোজক দিল রাজু। তিনি স্পষ্ট করে বলেছেন, ‘আমাদের শুটিং শেষ হয়েছে। এ বছরের ক্রিসমাসের সময় সিনেমাটি মুক্তি দেওয়া হবে। রামচরণ-কিয়ারা আদভানি জুটির সিনেমা প্রেক্ষাগৃহে ভালো ব্যবসা করবে। কারণ, এটি পুরোপুরি বাণিজ্যিক সিনেমা। এছাড়া এতে একটি টিপিক্যাল নায়ক-খলনায়কেরও গল্প বিদ্যমান।’
তিনি আরও বলেন, ‘সিনেমাটি ভারতীয় রাজনীতির একটি দিককে সামনে এনেছে এবং একটি সামাজিক থিমকে ঘিরে আবর্তিত হয়েছে। এই সিনেমা দর্শকের মন ছুঁয়ে যাবে ও বড় সাফল্য পাবে।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
রামচরণ-কিয়ারা আদভানি ছাড়াও এ সিনেমায় অভিনয় করছেন এসজে সূর্য, শ্রীকান্ত, অঞ্জলি, জয়রাম, সুনীল, সামুথিরাকানিসহ আরও অনেকে।